সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষযাত্রায় মানুষের ঢল, কেওড়াতলায় গান স্যালুটে চিরবিদায়

Continues below advertisement
মৃত্যুর কাছে পরাজিত ‘অপরাজিত’ ‘অপু’! দীর্ঘ ‘অভিযান’ শেষ করে চলে গেলেন ফেলুদা। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ ছয় দশকের বর্ণময় পথচলা শেষ। আজ বেলা ১২টা ১৫-য় বেলভিউ হাসপাতালে জীবনাবসান। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। পরে করোনামুক্ত হলেও দেখা দেয় অন্যান্য সমস্যা। চলছিল জীবন-মৃত্যুর লড়াই। শেষমেশ, ৪০ দিনের মাথায় আলোর উৎসবের মধ্যেই নিভে গেল জীবন-দীপ। সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া।
তিনশোরও বেশি ছবিতে অভিনয়। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চে। কবিতা লেখা থেকে পত্রিকা সম্পাদনা, আবৃত্তি-বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে অবসান একটি যুগের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram