Soumitra Chatterjee Health Update: উদ্বেগ বাড়াচ্ছে একাধিক কোমরবিডিটি, দেওয়া হতে পারে ইনভেসিভ সাপোর্ট সিস্টেমে
করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া হল আরও এক ইউনিট প্লাজমা। উদ্বেগ বাড়াচ্ছে তাঁর একাধিক কোমরবিডিটি। বেলভিউ সূত্রে দাবি, বর্ষীয়ান অভিনেতাকে যে কোনও সময় ইনভেসিভ সাপোর্ট সিস্টেমে দিতে হতে পারে। হাসপাতাল ও হাসপাতালের বাইরে মিলিয়ে ১৬ জন চিকিত্সাকের নজরদারিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক। বেলভিউ হাসপাতাল সূত্রে দাবি, যে কোনও সময় ইনভেসিভ সাপোর্ট সিস্টেমে দিতে হতে পারে বর্ষীয়ান এই অভিনেতাকে। শনিবারের পর রবিবার আরও এক ইউনিট প্লাজমা দেওয়া হয়েছে তাঁকে। বেলভিউ হাসপাতাল সূত্রে দাবি, কোভিড এনসেফ্যালোপ্যাথির জেরে ১১ দিন ধরে সংক্রমিত বর্ষীয়ান এই অভিনেতার তন্দ্রাচ্ছন্ন ভাব কাটছে না। রয়েছে মেটাবলিক এনসেফ্যালোপ্যাথিও। ক্রমেই বাড়ছে অস্থিরতা। যা নিয়ে উদ্বিগ্ন চিকিত্স করা।
Tags :
Soumitra Chatterjee Health Soumitra Chatterjee ABP Ananda LIVE Corona Abp Ananda Kolkata Covid-19