সুস্থ হচ্ছেন সৌমিত্র, তরল খাবার দেওয়া হচ্ছে রাইলস টিউবে, নেওয়া হবে স্পিচ থেরাপিস্টের সাহায্য
Continues below advertisement
Soumitra Chatterjee Health Update: ক্রমশ সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিত্সকরা জানিয়েছেন, আগের থেকে আরও কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা। রোগ প্রতিরোধ কমানোর জন্য ওষুধের কোর্স শেষ হয়েছে। ধীরে ধীরে কমছে শারীরিক সমস্যা। বারবার চোখ খোলার চেষ্টা করছেন। চেষ্টা করছেন কথা বলার। বেলভিউ সূত্রে খবর, মস্তিষ্কের 'এনসেফ্যালোপ্যাথি'-র গতিরোধ সফল হয়েছে। শুধুমাত্র রাতে অক্সিজেন মাত্রা স্বাভাবিক রাখতে বাইপ্যাপ ব্যবহার করা হচ্ছে। দিনের বেলা তা খুলে ফেলা হচ্ছে। রক্তচাপ ঠিক রাখতে ওষুধ দেওয়া হয়েছে। এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবার দেওয়া হচ্ছে। নেওয়া হবে স্নায়ু বিশেষজ্ঞদের পরামর্শ। স্পিচ থেরাপিস্টের সাহায্য নেওয়ার ভাবনা হাসপাতালের তরফে।
Continues below advertisement