করোনা-মুক্ত সৌমিত্র, স্নায়ু সংক্রান্ত সমস্যা কাটাতে চলছে মিউজিক থেরাপি
Continues below advertisement
Soumitra Chatterjee Health Update: সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ। সাড়া দিচ্ছেন চিকিৎসায়। সঙ্কটজনক হলেও সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। অবস্থা আরও কিছুটা স্থিতিশীল, জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। চিকিৎসকরা তাঁর করোনা রিপোর্ট দেখে অনেকটাই চিন্তামুক্ত। রাতে ভালো ঘুম হয়েছে অভিনেতার। তাঁর আরও যে যে বাড়তি সংক্রমণ হয়েছিল, তাও অনেকটাই নিয়ন্ত্রণে। কমেছে তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব ও অস্থিরতা। অভিনেতাকে মিউজিক থেরাপিতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। পাশাপাশি চিকিৎসকরা জানান, তিনি ওষুধেও সাড়া দিচ্ছেন।
Continues below advertisement
Tags :
Music Therapy Soumitra Chatterjee Health Update Soumitra Chatterjee ABP Ananda LIVE Corona Abp Ananda Kolkata