Soumitra Chatterjee Health Update: ফের বেড়েছে প্রস্টেট ক্যানসারের সমস্য়া, বাইপ্যাপ ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়
খুব ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যা একই রকম রয়েছে। এখনও কাটেনি আচ্ছন্নতা ও অস্থির অবস্থা। জানাল বেলভিউ। নতুন করে জ্বর আসায় উদ্বিগ্ন চিকিৎসকরা। রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায় দেওয়া হল বাইপ্যাপ ভেন্টিলেশন। ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়!! করোনা সংক্রান্ত সমস্যা কমলেও, বর্ষীয়ান অভিনেতার স্নায়ু সংক্রান্ত সমস্যা একইরকম রয়েছে, কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছে বেলভিউ কর্তৃপক্ষ! এখনও সৌমিত্র চট্টোপাধ্যায়ের আচ্ছন্নভাব ও অস্থির অবস্থা কাটেনি। নতুন করে জ্বর আসায় উদ্বিগ্ন চিকিৎসকরা। শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ায় বাইপ্যাপ ভেন্টিলেশন দেওয়া হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তবে বর্ষীয়ান অভিনেতার এমআরআই হয়েছে। রিপোর্ট ভাল। বেলভিউ হাসপাতালের আরও বক্তব্য়, বর্ষীয়ান অভিনেতার মূত্রনালিতে সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর ফুসফুসের সংক্রমণ আপাতত আটকানো গেছে। ফুসফুসের অবস্থারও সামান্য উন্নতি হয়েছে। অন্যান্য অঙ্গও ঠিকমতো কাজ করছে।