বাইপ্যাপ ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়, এবার ১,৫০০ টাকায় রাজ্যে করোনা পরীক্ষা – দেখুন সকালের ‘শিরোনাম’

Continues below advertisement

ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায় বাইপ্যাপ ভেন্টিলেশন। নতুন করে জ্বর আসায় উদ্বেগ। কাটেনি আচ্ছন্ন ভাব, অস্থির অবস্থা। করোনায় রাজ্যে ফের বাড়ল মৃত্যু, নামমাত্র কমল সংক্রমণ। একদিনে আক্রান্ত ৩ হাজার ৫৮৩। মৃত্যু হয়েছে ৬০ জনের। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। সাড়ে সাতশো টাকা কমল করোনা টেস্টের খরচ । এবার দেড় হাজার টাকায় পরীক্ষা, ঘোষণা সরকারের। সম্মতি জানিয়েও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি বেসরকারি হাসপাতালগুলির। কলকাতা-সহ শহরতলিতে ৩ হাজারের বেশি নেওয়া যাবে না অ্যাম্বুল্যান্সের ভাড়া। এসি থাকলে কিলোমিটারে ২৫ টাকা না হলে ২০, স্বাস্থ্যকমিশনের সঙ্গে হাসপাতালের বৈঠক। করোনাকালে পুজোর ঢাকে কাঠি। চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান মুখ্যমন্ত্রীর। ১৫ তারিখ থেকে শুরু উদ্বোধন। এত আগে থেকে কেন মাতামাতি? খোঁচা বিরোধীদের। অশুভ শক্তিকে দমন করতেই আসছেন মা। বাংলা দখল সহজ নয়, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। স্পেশাল ট্রেন নিয়ে এবার উত্তপ্ত হাওড়া-হুগলি। পুজোয় বাংলায় লোকাল ট্রেন চেয়ে রেলমন্ত্রীকে বিজেপি সাংসদের চিঠি। করোনা আক্রান্ত হিমাচলের মুখ্যমন্ত্রী। অন্যদিকে নিটের ফল ঘোষণা ১৬ অক্টোবর।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram