নতুন করে অবস্থার অবনতি ঘটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, রাখা হয়েছে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে, জানাল হাসপাতাল

Continues below advertisement
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। বেল ভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকাল দ্বিতীয়বার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। তারপর নতুন করে অবস্থার অবনতি ঘটেনি। বর্ষীয়ান অভিনেতাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা বেড়েছে। কিন্তু তাঁর শারীরিক অস্থিরতা এখনও অব্যাহত। মস্তিষ্কের আচ্ছন্নভাব কাটেনি। তা বোঝার জন্য আজ এমআরআই করা হবে। এর পর ফের বসবে ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড। তবে অভিনেতার শরীরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা ওঠানামা করছে, এরই প্রভাব পড়েছে মস্তিষ্কে।  করোনার জন্য তাঁর ফুঁসফুসের সংক্রমণ ধরা পড়েছে। অভিনেতার শরীরে সংক্রমণও মৃদু নয়। মডারেট থেকে সিভিয়ারের মাঝামাঝি পর্যায়ে রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। রয়েছে মূত্রনালির সংক্রমণও। হার্ট রেট এবং রক্ত চলাচল ওঠানামা করছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram