সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভেন্টিলেশন নির্ভরতা কিছুটা কমেছে, কিন্তু তবুও নিশ্চিন্ত হতে পারছেন না ডাক্তাররা, কারণ...
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনির কর্মক্ষমতার উন্নতি হওয়ায় তাঁর তৃতীয়বার ডায়ালিসিস করার প্রয়োজন হয়নি। অভিনেতার ভেন্টিলেশন নির্ভরশীলতা কিছুটা কমেছে বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর।
বেলভিউ হাসপাতালের শুক্রবারের রাতের বুলেটিন অনুযায়ী, শুক্রবার অভিনেতার তৃতীয়বার ডায়ালিসিসের প্রয়োজন হয়নি। ডায়ালিসিস করা না হলেও তাঁর কিডনির কর্মক্ষমতার অনেকটাই উন্নতি হয়েছে। ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রাও বেশ কিছুটা নিয়ন্ত্রণে। রেচন প্রক্রিয়ারও অনেকটাই উন্নতি হয়েছে। শনিবার নেফ্রোলজিস্টদের বোর্ড মিলিত হয়ে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে, ডায়ালিসিস চালু করা হবে কি না।
তবে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, যেহেতু সৌমিত্রবাবু ২২ দিনের ওপর আইসিইউ-তে রয়েছেন এবং তাঁর বয়সও হয়েছে তাই কোভিড এনসেফ্যালোপ্যাথি থেকে পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা ক্রমশ কমে আসছে। সেই কারণেই চিকিত্সকদের চ্যালেঞ্জ বাড়ছে।