Sourav Ganguly Health: কম সরষের তেলে রান্না, বিরিয়ানি-পোলাওয়ে মানা, বাড়ি ফিরে কী কী মানতেই হবে সৌরভকে?

Continues below advertisement
বাড়ি ফিরে যাওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) কী কী সতর্কতা মেনে চলতে হবে, জানতে চাওয়া হলে হৃদরোগ বিশেষজ্ঞ ধীমান কাহালি জানান, একেবারে তিনি ঘরে শুয়ে থাকবেন না, বাড়িতে হাঁটাচলা করবেন। আবার বাইরে গিয়ে দৌড়াদোড়িও করা চলবে না। ১৫ মিনিট করে ৬-৭ বার হাঁটলেই অনেকটা হাঁটা হয়ে যাবে। তেল কম খাওয়া আবশ্যক। মাছ খাওয়া যেতে পারে। ফল, সব্জি খুব বেশি পরিমাণে খেতে হবে। সপ্তাহে কুসুমসহ ৩-৪টি ডিম খেতে পারেন। এইসব মেনে চললেই আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জানালেন চিকিৎসক ধীমান কাহালি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram