Sourav Ganguly Health: 'সৌরভের মধ্যে কোনও অস্বস্তি নেই', জানালেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া
Continues below advertisement
এদিন সকাল থেকেই অনেক রাজনীতিবিদ সৌরভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিকেলে এসেছিলেন মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায়। অভিষেক ডালমিয়া বলেছেন, 'ওর কোনও অস্বস্তি নেই।' জানা গিয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাইপাসের দরকার নেই, জানিয়েছে উডল্যান্ডস। এদিকে, আগামীকাল চিকিৎসক দেবী শেট্টি আসতে পারেন সৌরভকে দেখতে। কাল মূলত দুটি স্টেন্ট নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। বাকি যে দুটি ব্লকেজ রয়েছে, তার চিকিৎসা কীভাবে সম্ভব। কাল সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গতকাল সন্ধ্যার পর থেকে সৌরভ যেভাবে উন্নতি দেখিয়েছেন, দুপুরে ভালো ঘুমিয়েছেন, তা স্বস্তিতে রেখেছে চিকিৎসকদের। #SouravGanguly
Continues below advertisement
Tags :
Woodlands Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda Bengali News ABP Ananda LIVE Abp Ananda Sourav Ganguly Health BCCI President Sourav Ganguly