Sourav Ganguly Health Update: হৃদযন্ত্রে একাধিক ব্লকেজ, অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হচ্ছে সৌরভের
Continues below advertisement
করোনারি আর্টারি দেহের রক্তবাহক। সেক্ষেত্রে কোনও আর্টারি বন্ধ হওয়া মানে দেহে রক্ত সংবহন কিছুটা আটকে যাওয়া। সৌরভের ক্ষেত্রে সেটাই হয়েছে। জানান চিকিৎসক সিদ্ধার্থ চক্রবর্তী। উডল্যান্ডস সূত্রে খবর, তাঁর অ্যাঞ্জিওগ্রামে দেখা গিয়েছে হৃদযন্ত্রে একাধিক জায়গায় চোট আছে।এর জন্য স্টেন্টিং করার কাজ চলছে। এর আগে হাসপাতালে ভর্তির সময় তাঁর সামান্য বুকে ব্যাথা ছিল। আঞ্জিওপ্লাস্টির প্রক্রিয়া এখনও মসৃণ, জানিয়েছে হাসপাতাল। সূত্রের খবর, জিম করার সময় অসুস্থ হয়ে পড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। হাতের উপরের দিকে ও পিঠে ব্যথা হচ্ছিল। সঙ্গে সঙ্গে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়। ইমার্জেন্সিতে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে পরিবারের সদস্যরা ও বন্ধুরা রয়েছেন।
Continues below advertisement
Tags :
Ganguly Hospitalised Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Bcci Abp Ananda Kolkata Sourav Ganguly Hospitalised BCCI President Sourav Ganguly