Sourav Ganguly Health Update: সৌরভের ধমনীতে তিনটি ব্লকেজ, অ্যাঞ্জিওপ্লাস্টি আর্টারিতে বসল একটি স্টেন্ট, বসবে আরও ২টি

Continues below advertisement
সৌরভের ধমনীতে ৩টি ব্লকেজ। বসবে তিনটি স্টেন্ট। তার মধ্যে একটা বসেছে। আগামী-৭ দিন চলবে এই চিকিৎসা। জানা গিয়েছে আইসিসিইউ ২-তে রয়েছেন সৌরভ। এর আগে হাসপাতালে ভর্তির সময় তাঁর সামান্য বুকে ব্যাথা ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির প্রক্রিয়া এখনও মসৃণ, জানিয়েছে হাসপাতাল। সূত্রের খবর, জিম করার সময় অসুস্থ হয়ে পড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। হাতের উপরের দিকে ও পিঠে ব্যথা হচ্ছিল। সঙ্গে সঙ্গে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়। ইমার্জেন্সিতে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে পরিবারের সদস্যরা ও বন্ধুরা রয়েছেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram