Sourav Ganguly Update: কাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সৌরভকে, কাল আসছেন দেবী শেট্টি
Continues below advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) চিকিৎসা কীভাবে হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক শেষ হয়েছে। বিশিষ্ট চিকিৎসকরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। সৌরভ নিজেও এই বৈঠকে উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্রে ইতিমধ্যেই জানানো হয়েছে, দ্রুত সৌরভের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আগামীকাল সৌরভকে দেখতে আসতে পারেন দেশের অন্যতম বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেট্টি। এছাড়াও দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রমাকান্ত পাণ্ডাও সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে আসতে পারেন। আগামীকাল দেবী শেট্টি, রমাকান্ত পাণ্ডা ও অন্যান্য ডাক্তাররা মিলে সৌরভের চিকিৎসার রূপরেখা ঠিক করবেন। সৌরভের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠায় গ্রেগ চ্যাপেল। অস্ট্রেলিয়া থেকে এবিপি আনন্দকে মেসেজে উৎকণ্ঠার কথা জানালেন গুরু গ্রেগ। তিনি বলেন, 'আমি চাই খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ গঙ্গোপাধ্যায়।'
Continues below advertisement
Tags :
Sourab Ganguly Ramakanta Panda ABP Ananda LIVE Abp Ananda Sourav Ganguly Health Update Devi Shetty