'সৌরভকে চাপ দেওয়া হয়েছে, কেউ কেউ মনে করছেন তাঁকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করবে, যেটা কাম্য নয়' হাসপাতাল থেকে বেরিয়ে বললেন সিপিএম নেতা Ashok Bhattacharya
Continues below advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Saurav Ganguly) হাসপাতালে দেখেতে গেলন সিপিএম (CPM) নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। হাসপাতাল থেকে বেরিয়ে অশোক ভট্টাচার্য বলেন, 'সুস্থ হয়ে গেছেন এটা মনে করলে হবে না। ওঁকে এখন চিকিৎসকের পরামর্শেই চলতে হবে। সৌরভকে চাপ তো দেওয়াই হয়েছে। এটা কাম্য ছিল না। সৌরভ অন্য জগতের মানুষ। আমরা চাই সেই জগতেই থাকুন উনি। সবার প্রিয় হয়ে থাকবেন। কিন্তু কেউ কেউ মনে করছেন তাঁকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করবে। এরকম যারা করছে তাদের জন্য কিছুটা হলেও চাপ সৃষ্টি হয়েছে। সৌরভ যে জগতে আছে সেই জগতেই থাকতে চায়। আমিও চাই না সৌরভ রাজনীতির সঙ্গে যুক্ত হোক। তিনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করেননি। এই মূহুর্তে যেন ওঁর উপরে রাজনৈতিক-মানসিক চাপ তৈরি করা হয়।'
Continues below advertisement
Tags :
Ashok Bhattacharya Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bcci Abp Ananda Kolkata Sourav Ganguly