শ্রমিক সংগঠনের অফিস দখল উত্তেজনা Bolpur-এ, তৃণমূল-কংগ্রেস কর্মীদের হাতাহাতি

Continues below advertisement
শ্রমিক সংগঠনের অফিস দখল নিয়ে উত্তেজনা ছড়াল বোলপুরে। তৃণমূল (TMC) কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় কংগ্রেস (Congress) কর্মীদের। কংগ্রেসের দাবি, তাদের এক শ্রমিক নেতা দলবদল করার পরই অফিস দখল করে নিয়েছে তৃণমূল। পাল্টা শাসকদলের দাবি, এলাকায় শ্রমিক সংগঠনের কোনও অস্তিত্বই নেই। অন্যদিকে ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। সম্প্রতি ওই মামলায় পাঁচ অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করেন। তারপরই পুলিশ তাদের থানায় ডেকে পাঠায়। পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল (TMC)। পুলিশ জানিয়েছে, আইন ভেঙে কিছু হয়নি। ২০১০-২০১৯ তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। সেই সময় ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কে 'দুর্নীতি'-তে অর্জুন সিংহের ভাইপো পাপ্পু সিংহ-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram