‘মেনল্যান্ড চায়না’র সঙ্গে এবার ‘মেনল্যান্ড এশিয়া’ নামে সাব ব্র্যান্ড তৈরির ভাবনা স্পেশালিটি রেস্তোরাঁ গ্রুপের
Continues below advertisement
এবার ‘মেনল্যান্ড চায়না’র পাশাপাশি ‘মেনল্যান্ড এশিয়া’ নামে সাব ব্র্যান্ড তৈরির ভাবনা। ইতিমধ্যেই নতুন নাম নিয়ে প্রচার শুরু করেছে স্পেশালিটি রেস্তোরাঁ গ্রুপ। চলবে এক মাস। সংস্থা সূত্রে খবর, মেনল্যান্ড চায়না মূল ব্র্যান্ড হিসেবেই থাকবে, এই ব্র্যান্ডের নামের কোনও পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি ‘মেনল্যান্ড এশিয়া’ নামে সাব ব্র্যান্ড তৈরির বিষয়ে চলছে চিন্তাভাবনা।
Continues below advertisement
Tags :
Chinese Restaurent Mainland Asia ABP News Live Bengali Specialty Restaurant Group Mainland China ABP Ananda LIVE Abp Ananda