জরুরি পরিষেবা চালু রাখতে এই কয়েকটি রুটে বাস চালাবে রাজ্য পরিবহণ দফতর
Continues below advertisement
লক ডাউন পরিস্থিতিতে কয়েকটি রুটে বাস চালাবে পরিবহণ দফতর। জরুরি পরিষেবা চালু রাখার জন্যও ওই বাস পরিষেবা চালানো হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। যে সমস্ত রুটে বাস চালানো হবে তার মধ্যে রয়েছে,
রুট S-24, হাওড়া স্টেশন-কামালগাজি। রুট C-37, এসপ্ল্যানেড-আমতলা। S-12 রুটে হাওড়া স্টেশন- নিউ টাউন। রুট S-9A, ডানলপ-বালিগঞ্জ। S-5 রুটে হাওড়া স্টেশন-গড়িয়া। C-8 রুটে জোকা -বারাসাত। এক ঘণ্টা অন্তর বাস চলবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
পরিবহণ দফতরের কন্ট্রোল রুমের নম্বর হল 033-22361916 / 22360462 / 9432022147 / 8697733391 / 8697733392
যে কোনও সমস্যায় হোয়াটস অ্যাপ করা যাবে 98301 77000 নম্বরে। সরকারি পরিবহণ ব্যবস্থা ছাড়াও উবের ও ওলা সীমিত সংখ্যক ক্যাব চালাচ্ছে জরুরি পরিষেবার জন্য।
ওলা ও উবেরের কন্ট্রোল রুমের নম্বর হল 9434315892 / 833 500 2133
রুট S-24, হাওড়া স্টেশন-কামালগাজি। রুট C-37, এসপ্ল্যানেড-আমতলা। S-12 রুটে হাওড়া স্টেশন- নিউ টাউন। রুট S-9A, ডানলপ-বালিগঞ্জ। S-5 রুটে হাওড়া স্টেশন-গড়িয়া। C-8 রুটে জোকা -বারাসাত। এক ঘণ্টা অন্তর বাস চলবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
পরিবহণ দফতরের কন্ট্রোল রুমের নম্বর হল 033-22361916 / 22360462 / 9432022147 / 8697733391 / 8697733392
যে কোনও সমস্যায় হোয়াটস অ্যাপ করা যাবে 98301 77000 নম্বরে। সরকারি পরিবহণ ব্যবস্থা ছাড়াও উবের ও ওলা সীমিত সংখ্যক ক্যাব চালাচ্ছে জরুরি পরিষেবার জন্য।
ওলা ও উবেরের কন্ট্রোল রুমের নম্বর হল 9434315892 / 833 500 2133
Continues below advertisement
Tags :
COVID-19 Days State Bus Emergency Services Emergency Services On Lockdown Days Government Buses On Lockdown Days Government Bus Transport Department Abp Ananda Coronavirus