গৌর মোহন মুখার্জি স্ট্রিটের দত্ত বাড়িতেও মহা সমারোহে পালিত হচ্ছে স্বামীজির জন্মদিন
Continues below advertisement
আজ স্বামী বিবেকানন্দের ১৫৯-তম জন্মদিন। গৌর মোহন মুখার্জি স্ট্রিটের দত্ত বাড়িতেও মহা ধুমধামে পালিত হচ্ছে স্বামীজির জন্মদিন। বিশ্বনাথ দত্ত ও মা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে এই বাড়ির ছাদেই ভূমিষ্ঠ হয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত। অন্যদিকে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এবার করোনা আবহে স্বামীজির বাড়িতে ভক্তদের প্রবেশ নিষেধ। গোটা দেশে বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Gour Mohan Mukherjee Street Shimla Street Swami Vivekananda's Birth Anniversary Ramkrishna Math Swami Vivekananda Kolkata