ট্যাংরাকাণ্ড: পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে অপহরণের চেষ্টার প্রমাণ মেলেনি ! দাবি মানতে নারাজ অভিযোগকারিণী

Continues below advertisement

মঙ্গলবার ট্যাংরাকাণ্ডের পর মল্লিকবাজারে আরেকটি দুর্ঘটনা ঘটান অভিযুক্ত অ্যাম্বুল্যান্সচালক। সেজন্য তাঁকে থানাতেও নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেসময় পুলিশ তাঁকে সনাক্ত করতে পারল না কেন? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, এদিন অভিযুক্তদের বিরুদ্ধে নতুন ধারা যোগ করেছে পুলিশ। 
মঙ্গলবার রাতে ট্যাংরার গোবিন্দ খটিক রোডে, এক মহিলাকে অপহরণের চেষ্টা এবং তাঁর শ্বশুরকে খুনের অভিযোগ ওঠে অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। বুধবার বিকেলে অ্যাম্বুল্যান্স চালক ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।

ট্যাংরা থেকে পালানোর পর ওই অ্যাম্বুল্যান্সটি মল্লিকবাজারের কাছে আরেকটি গাড়িতে ধাক্কা মারে।
ওই গাড়ি চালকের সঙ্গে অ্যাম্বুল্যান্স চালক হাতাহাতিতেও জড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পার্ক স্ট্রিট থানার পুলিশ। তারা অ্যাম্বুল্যান্স এবং চালককে থানায় নিয়ে যায়। কিন্তু, পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ট্যাংরায় এত মারাত্মক অভিযোগ ওঠার পর, আরেকটি ঘটনা ঘটিয়ে, থানায় গিয়েও অ্যাম্বুল্যান্স চালক রেহাই পেয়ে গেলেন কীকরে? 

ট্যাংরাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে নতুন তিনটি ধারা যোগ করার আবেদন জানায় পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram