বলা হয়নি অপহরণের চেষ্টার কথা, ট্যাংরায় রাতে কেন শুধু দুর্ঘটনার অভিযোগ দায়ের? ধন্দে পুলিশ
Continues below advertisement
ট্যাংরার গোবিন্দ খটিক রোডে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের। পুত্রবধূকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। বাঁচাতে গেলে প্রৌঢ়কে গাড়ি পিষে দেয় বলে অভিযোগ মৃতের পরিবারের। কিন্তু পুলিশের দাবি, গতকাল রাতে শুধুমাত্র দুর্ঘটনার অভিযোগ জানায় পরিবার। আজ সকালে ওই পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ করা হয়। এমনকী মৃত্যুকালীন জবানবন্দিতে প্রৌঢ় শুধু দুর্ঘটনার কথা জানান। গতকাল কেন অভিযোগ তোলা হল না, তা নিয়ে প্রশ্ন পুলিশের। বধূর জবানবন্দিও রেকর্ড করা হবে। ঠিক কী ঘটেছিল তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে পরিবারের সঙ্গে বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন ওই বধূ। অভিযোগ, দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুল্যান্স তাঁকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। বধূর চিৎকার শুনে তাঁর শ্বশুর ও এক আত্মীয় চলে আসেন ঘটনাস্থলে। এরপরই অ্যাম্বুল্যান্সটি বধূর হাত ছেড়ে পালানোর চেষ্টা করে। অভিযোগ, পালানোর সময় প্রৌঢ়কে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় অ্যাম্বুল্যান্স। এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়িতে থাকা দুই দুষ্কৃতীকে এখনও ধরা যায়নি। আজ সকালে ঘটনাস্থলে যান ট্যাংরা থানার ওসি। বধূর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
Continues below advertisement