ইস্ট-ওয়েস্ট মেট্রো কোথা থেকে কোথায় যাবে? কত ভাড়া? কতক্ষণ মিলবে পরিষেবা? দেখে নেওয়া যাক
Continues below advertisement
১৯৮৪ সালে মাটির নীচে পথচলা শুরু করেছিল কলকাতা মেট্রো। তার ৩৬ বছর পর চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধনের দিনে স্মৃতির পাতায় ডুব দিয়েছেন শহরের সেই নাগরিকরা, যাঁরা কলকাতা মেট্রোর প্রথম সওয়ারি ছিলেন। বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট প্রকল্পের যে পর্যায়ের উদ্বোধন হল, তাতে মেট্রো চলাচল করবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। এই পথের দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এই পথে ৬টি স্টেশন পড়বে। সেগুলি হল সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম। প্রতিটি স্টেশনকে সাজানো হয়েছে আলাদা আলাদা থিমে। এই ৬টি পুরো যাত্রাপথ পেরোতে সময় লাগবে ১৪ মিনিট। এই পথে মেট্রোর গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। পরিষেবা মিলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। প্রতি স্টেশনে মেট্রো থামবে ২০ সেকেন্ড করে। ইস্ট-ওয়েস্টের এই পর্যায়ে আপাতত ৫টি মেট্রো চলবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ৫ টাকা। আর সর্বাধিক ভাড়া ১০ টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেকগুলির প্রতি কামরায় থাকবে ডিসপ্লে বোর্ড ও চারটি সিসি ক্যামেরা। আপৎকালীন পরিস্থিতিতে চালকের সঙ্গে কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে। প্রত্যেক কামরায় হুইলচেয়ার রাখার ব্যবস্থা থাকছে। প্রত্যেক স্টেশনে সুইস সংস্থার বড় ঘড়ি থাকছে। স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, সেক্টর ফাইভে পার্কিংয়ের জায়গা থাকছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ৫ টাকা। আর সর্বাধিক ভাড়া ১০ টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেকগুলির প্রতি কামরায় থাকবে ডিসপ্লে বোর্ড ও চারটি সিসি ক্যামেরা। আপৎকালীন পরিস্থিতিতে চালকের সঙ্গে কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে। প্রত্যেক কামরায় হুইলচেয়ার রাখার ব্যবস্থা থাকছে। প্রত্যেক স্টেশনে সুইস সংস্থার বড় ঘড়ি থাকছে। স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, সেক্টর ফাইভে পার্কিংয়ের জায়গা থাকছে।
Continues below advertisement