পর্দায় একত্রে দেখা না গেলেও উত্তম-সুচিত্রা-সৌমিত্রকে মিলিয়ে দিল নার্সিংহোম

Continues below advertisement
সকলেই প্রার্থনা করছিলেন সুস্থ হয়ে ফিরে আসুন ফেলুদা। কিন্তু শেষ হল ৪০ দিনের লড়াই। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার বেলা সোয়া ১২টায় বেলভিউতে জীবনাবসান। উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, চলচ্চিত্র জগতের এই তিন আইকনকে কখনও পর্দায় একসঙ্গে দেখা যায়নি। তবে তিন জনের জীবনের পথ শেষ হল একই জায়গায়। ৪০ বছর আগে বেলভিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বঙ্গ চলচ্চিত্রের আইকন উত্তম কুমার। ২০১৪ সালে বেলভিউয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির অন্তরালে চলে যান মহানায়িকা সুচিত্রা সেন। উত্তম-সুচিত্রা-সৌমিত্র, চলচ্চিত্র জগতের তিন নক্ষত্র কখনও এক সঙ্গে পর্দায় আসেননি। অদ্ভূত সমাপতন। তিন জনের যাওয়ার পথও মিলে মিশে এক হয়ে গেল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram