Weather Report: আজ Kolkata-র minimum temperature ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রা
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই বাতাসে হিমেল পরশ। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। যদিও গতকালের তুলনায় সামান্য নামল কলকাতার পারদ। আজ Kolkata-র minimum temperature ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী সপ্তাহে ফের নামতে পারে পারদ। নভেম্বরে কুড়ি ডিগ্রির নীচেই থাকবে তাপমাত্রা। থাকবে হালকা কুয়াশার আস্তরণ।
Tags :
করোনা পাশবালিশ ABP Ananda ‘ Weather News Weather Report ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Winter Alipore Meteorological Department Abp Ananda