Morning Headlines: Corona Vaccine নিয়ে আজ Modi-Mamata বৈঠক, সঙ্গে আরও খবর-- দেখুন সকালের শিরোনাম

Continues below advertisement

Adivasi মন জয়ে এবার বীরসা মুন্ডার জন্মদিনে ছুটি। Bankura-র গ্রামে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবই নাটক, এক গ্লাস জলও তো খেলেন না, পাল্টা BJP। টাকা দিলে নিন, ভোট নয়। ফের ক্ষমতায় আসার দাবিতে হুঙ্কার মমতার। বিজেপির বিরুদ্ধে বহিরাগত দিয়ে হিংসা ছড়ানোর চক্রান্তের অভিযোগ। ঝড়েই উড়বে তৃণমূল, পাল্টা Dilip Ghosh। বহিরাগত তত্ত্বে মমতার আক্রমণের মধ্যেই আসছেন J.P.Nadda। ৮-৯ ডিসেম্বর থাকবেন কলকাতায়। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। একদিনে এগিয়ে ৭ তারিখ Uttarkanya অভিযান। ভোটের আগে এবার ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প। জুন পর্যন্ত বিনামূল্যে রেশন, ঘোষণা মমতার। জট কাটল না দ্বিতীয় বৈঠকেও। সাংগঠনিক রদবদল চান শুভেন্দু। সৌগতর সঙ্গে দীর্ঘ বৈঠক। ধাক্কা দিয়ে বিজেপিতে পাঠাতে চাইছে তৃণমূল। নেতা লাগবে না, কটাক্ষ দিলীপের। পরেশের সঙ্গে সংঘাতের পরই সাধনের মুখে মোদির গুণগান। দলবল নিয়ে তৃণমূলে MIM-র একাধিক নেতা। নারদ কাণ্ডে তৃণমূলের তিন নেতাকে নোটিস ED-র। ফিরহাদ, প্রসূন, মদন মিত্রর থেকে নথি তলব। রাজ্যে একদিনে Corona আক্রান্ত ৩ হাজার ৫৫৭। ৪৭ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। মেলেনি স্বাস্থ্য দফতরের ছাড়পত্র, সাগর দত্ত মেডিক্যালে হল না ‘Sputnik V’-র দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। ভারতে কবে করোনার ভ্যাকসিন? কীভাবে বন্টন? জল্পনার মধ্যেই আজ মোদির সঙ্গে মমতার বৈঠক। মালদার মানিকচকে ঘাটের কাছে পণ্যবাহী ভেসেলডুবি। ঝাড়খণ্ড থেকে ফেরার সময় দুর্ঘটনা। জলে ১০টি পাথর বোঝাই লরি। মেরামতির জন্য শনিবার সকাল থেকে বন্ধ থাকবে Tallah Pumping Station। রবিবার বিকেলের মধ্যে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram