অগাস্টের শেষ লকডাউন: সিঁথির মোড়ে বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়ি, আটক কয়েকজন
Continues below advertisement
বেলা বাড়তেই সিঁথির মোড়ে তুঙ্গে পুলিশি তৎপরতা। সেখানে কিছু গাড়ি কলকাতার মধ্যে ঢুকে পড়ায় এবং সঠিক কারণ না দেখাতে পারায় সেই গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে। আটক করা হয়েছে কয়েকজনকেও। অকারণে কোনও গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না।
Continues below advertisement
Tags :
Police Vigilance Lockdown In State Sinthi More ABP Ananda LIVE Weekly Lockdown Corona Abp Ananda Police