দেখুন, করোনা আবহে শিশুদের টিকাকরণ নিয়ে কী পরামর্শ চিকিৎসক সুজয় চক্রবর্তীর
Continues below advertisement
করোনা সংক্রমণের জেরে এখন অনেকক্ষেত্রেই শিশুদের টিকাকরণ হচ্ছে না। চিকিৎসক চক্রবর্তীর মতে, টিকাকরণ খুব বেশি পিছিয়ে যাওয়া যুক্তিযুক্ত নয়। ১০ সপ্তাহ, ৬ সপ্তাহ অন্তর যে টিকাকরণগুলো থাকে সেগুলো অন্তত দিয়ে দিয়ে দিতে বলছেন তিনি । তাঁর কথায়, চিকেন পক্সের টিকাকরণের ক্ষেত্রে বয়সের ফ্লেক্সিবিলিটি আছে। এই টিকা দিতে সামান্য় দেরি হলে বড় কোনও ক্ষতির সম্ভাবনা নেই। করোনাভাইরসের জেরে অন্য টিকাকরণ দেওয়া যাবে না, তার কোনও বৈজ্ঞানিক তথ্য চিকিৎসকের কাছে নেই বলে দাবি করেছেন তিনি।
Continues below advertisement
Tags :
Vaccination For Children Doctor Advice Vaccination Coronavirus Latest News Abp Ananda Coronavirus Covid-19