আইসিএমআর-এর সমীক্ষায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পশ্চিমবঙ্গে ৬টি জেলা-সহ দেশের ৩৬টি জেলায়

Continues below advertisement
করোনায় পশ্চিমবঙ্গের ৬টি জেলা সহ দেশের কমপক্ষে ৩৬টি জেলায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা ICMR-এর। সংবাদপত্র দ্য টেলিগ্রাফ সূত্রে খবর। সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ICMR-এর গবেষকদের আশঙ্কা, দেশের অন্তত ৩৬টি জেলায় এধরনের গোষ্ঠী সংক্রমণ হয়েছে। দ্য টেলিগ্রাফ সূত্রে খবর, দেশজুড়ে ICMR যে সমীক্ষা চালিয়েছে, তাতে উঠে এসেছে এমন তথ্য। দেশে ৪০ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে, যাঁদের করোনা আক্রান্তের সংস্পর্শে আসার অথবা বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই। ICMR-এর সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে বলে দ্য টেলিগ্রাফ সূত্রে খবর। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক্ষেত্রে আক্রান্তরা সকলেই সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, সংক্ষেপে SARI পজিটিভ। দ্য টেলিগ্রাফের উল্লেখ, ICMR-এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ৬, মহারাষ্ট্রের ৮, দিল্লি ও তামিলনাড়ুর ৫টি এবং গুজরাতের ৪টি জেলায় করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে, যাঁরা SARI পজিটিভ। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram