৮০০ টাকার জন্য খুন! দমদমে ভাগাড় থেকে উদ্ধার তরুণের দেহ, ধৃত ২ বন্ধু

Continues below advertisement
৪ দিন নিখোঁজ থাকার পর, দমদমের প্রমোদনগরে ভাগাড় থেকে উদ্ধার তরুণের দেহ। ৮০০ টাকার জন্য খুন, অভিযোগ মৃতের পরিবারের। আটক দুই বন্ধু। মৃতের নাম পল্লব হাজারি। পরিবারের দাবি, বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যায় ১৯ বছরের ওই তরুণ। দুই বন্ধু বিশাল যাদব ও জিতু নায়েক তাকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। ১ জানুয়ারি, দমদম থানায় নিখোঁজ ডায়েরি করে তরুণের পরিবার। পল্লবের মোবাইল সুইচড অফ থাকায় সন্দেহ হওয়ায়, বিশাল ও জিতুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পুলিশের দাবি, ইট দিয়ে বুকে আঘাত করে পল্লবকে খুনের কথা কবুল করে দুই বন্ধু। প্রমাণ লোপাট করতে দেহ ভাগাড়ে ফেলে দেওয়া হয় বলে পুলিশের দাবি। আজ ভোরে সেখান থেকেই উদ্ধার হয় তরুণের মৃতদেহ। আর্থিক লেনদেন? নাকি, ত্রিকোণ প্রেমের জের? খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram