অন্তর্দেশীয় উড়ান চালুর পরেই বিমানবন্দরে একাংশে উধাও সামাজিক দূরত্ব,১ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি কর্তৃপক্ষের
Continues below advertisement
অন্তর্দেশীয় উড়ান চালুর পরেই বিমানবন্দরে একাংশে উধাও সামাজিক দূরত্ব। কনভেয়ার বেল্টের কাছে সামাজিক দূরত্ব মানছেন না যাত্রীরা। বিমানবন্দর থেকে বেরোনোর সময়েও দীর্ঘ লাইন। একসঙ্গে অনেকগুলি বিমান চলে এসেছিল, অন্যদিকে, স্বাস্থ্য দফতরের একটি মাত্র থার্মাল গান কাজ করছিল বলেই ভিড়, দাবি বিমানবন্দর সূত্রে। ১ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি
Continues below advertisement
Tags :
Rules At KIA Social Distrance At Airport Domestic Airlines Service Kolkata International Airport KIA COVID Rules ABP Live Abp Ananda