Mohua Moitra Exclusive: 'যদি এক পয়সা নিতাম, বিজেপি FIR করে ভেতরে ঢুকিয়ে দিত', সুর চড়ালেন মহুয়া
'যে কোনও ভাবে বিজেপি আমার মুখ বন্ধ করতে চায়। এক পয়সা নিয়েছি, প্রমাণ থাকলে বিজেপি এথিক্স কমিটিতে ডাকত না। এফআইআর করে সরাসরি জেলে ঢুকিয়ে দিত। ২ নভেম্বর এথিক্স কমিটিতে যাব, সব অভিযোগ খণ্ডন করব। স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রক বিরোধীদের উপর নজরদারি করছে।' বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।