দুটি অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চেয়ে রোজভ্যালিকাণ্ডে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে চিঠি পাঠাল সিবিআই
রোজভ্যালিকাণ্ডে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে চিঠি পাঠাল সিবিআই। ওই ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। খবর সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিযোগ ওঠে ভুয়ো অ্যাকাউন্ট খুলে রোজভ্যালির কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই কারণেই ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে জানতে চাওয়া হয়েছে, রোজভ্যালির ওই দুটি অ্যাকাউন্ট থেকে বিদেশে টাকা লেনদেন হয়েছে কিনা। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালিকাণ্ডে ২ দিন আগে গৌতম কুণ্ডুর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।