CBI News: ITBP, অসম রাইফেলস, CISF, BSF, SSB পাঁচটি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি CBI-এর। ABP Ananda Live
ABP Ananda Live: ITBP, অসম রাইফেলস, CISF, BSF, SSB পাঁচটি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি CBI-এর। কেন্দ্রীয় বাহিনীতে জাল নথি জমা দিয়ে নিয়োগের মামলায় অন্তত ৩০ জনের নাম চিহ্নিত। আশঙ্কা জাল নথি জমা দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়েছে ওই ৩০ জন। কী নথি জমা দেওয়া হয়েছে, তার তথ্য চেয়ে পাঠাল CBI। রাজ্য সরকারের মহকুমা শাসকের অফিস এবং যারা SCST সার্টিফিকেট তৈরি করে তাদের কাছ থেকেও তথ্য চাওয়া হয়েছে । ব্যারাকপুরের প্রাক্তন SDO কে তলব করে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার একজন।
'পাখির চোখ' ২০২৬-এর ভোট, কীসে সবচেয়ে বেশি বরাদ্দ ? সার্বিকভাবে কেমন হল রাজ্য বাজেট ?
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল। ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 'বাংলার বাড়ি' প্রকল্পে বাড়ল উপভোক্তার সংখ্যা। গ্রামীণ রাস্তায় বিপুল বরাদ্দের ঘোষণা। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে গ্রাম বাংলা। গ্রামোন্নয়নের ওপরে জোর দিলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বেশি ৪৪ হাজার ১৩৯ কোটি টাকা বরাদ্দ করা হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে।
মোদি সরকারের বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়ের ঘোষণার পর, নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাজেটে কী চমক দেন, সেদিকে। দিনের শেষে দেখা গেল, বাড়ি থেকে রাস্তা, নদীভাঙন, সেতুর মতো একেবারে গ্রামীণ ইস্যুর ওপরে জোর দেওয়া হল রাজ্য বাজেটে।
'বাংলার বাড়ি' প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনতে ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। ৩৭ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।