NEET Scam Case: নিট প্রশ্ন ফাঁস মামলায় পাটনা এইমস-এর তিন ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল সিবিআই

নিট প্রশ্ন ফাঁস মামলায় এবার পাটনা এইমস-এর তিন ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল সিবিআই। বুধবার রাতে এই ৩ চিকিৎসক পড়ুয়াকে  হেফাজতে নেয় সিবিআই। এই পড়ুয়ারা ২০২১ সালে ডাক্তারি পড়তে ঢোকেন। ৩ ডাক্তারি পড়ুয়ার ঘর সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনজনের মোবাইল এবং ল্যাপটপ। পরীক্ষা মাফিয়া এই তিনজনকে দিয়ে প্রশ্নের উত্তর লিখিয়ে নেয় বলে দাবি সিবিআইয়ের। তারপর সেই উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়, সন্দেহ সিবিআই-এর, খবর সূত্রের।                  

এদিকে, শনিবার হল না NEET UG-র কাউন্সেলিং। তাহলে কবে হবে কাউন্সেলিং? এনিয়ে দিনভর চলল টানাপোড়েন। সোমবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে NEET UG-সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে। সেই দিকেই তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola