Puri Jagannath Temple: স্বর্ণ বেশে ভক্তদের দর্শন দিলেন জগন্নাথ, ভিড় জমালেন অসংখ্য পুণ্যার্থী
Continues below advertisement
পুরীতে রথযাত্রার পর বুধবার স্বর্ণ বেশে ভক্তদের দর্শন দিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ভিড় জমালেন অসংখ্য পুণ্যার্থী
৪৬ বছর পর পুরীতে খোলা হল জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। তার জন্য মন্দির চত্বরে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। জগন্নাথদেবের দুর্মূল্য রত্নরাজি পাহারা দেয় সাপেরা, এই কিংবদন্তির কথা মাথায় রেখে মন্দির চত্বরে মোতায়েন করা হয় সাপ বিশেষজ্ঞদের। কী কী আছে রত্ন ভাণ্ডারে? দরজা খুললেও রহস্য এখনও কাটেনি। রবিবার রত্নভান্ডারের ভিতর থেকে কোনও সম্পদ বাইরে আনার কাজ হয়নি। এদিন শুধু রত্নভাণ্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখে ১১ সদস্যের বিশেষ দল।
Continues below advertisement