কেন্দ্রের ‘রেড জোন’ তালিকায় রাজ্যের আরও ৬ জেলা
Continues below advertisement
কেন্দ্রের তালিকা অনুযায়ী এবার করোনা-রেড জোনে ঢুকে পড়ল পশ্চিমবঙ্গের আরও ছয় জেলা। ফলে কেন্দ্রের পরিসংখ্যানে এরাজ্যে রেড জোনে থাকা জেলার সংখ্যা বেড়ে হল দশ। রাজ্য কোনও জেলাকে রেড বা অরেঞ্জ জোনের তালিকায় ঢোকাতে পারলেও, রেড বা অরেঞ্জ জোন থেকে কোনও জেলাকে বার করতে পারবে না। চিঠি দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
Continues below advertisement
Tags :
Revised List Red Zone Orange Zone Corona Central State Chief Secretary Districts Abp Ananda Lockdown West Bengal Covid-19