Nirmala Sitharaman: বেঙ্গালুরুর আদালতে নির্মলা সীতারমের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ

Continues below advertisement

ABP Ananda LIVE:নির্মলা সীতারমের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ।বেঙ্গালুরুর একটি আদালত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।বাতিল হওয়া ইলেক্টোরাল বন্ড থেকে টাকা তোলার অভিযোগে দায়ের হওয়া মামলায় এই নির্দেশ। এর আগে নির্বাচনী অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট।নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ।বেঙ্গালুরুর ওই আদালত তিলক নগর থানাকে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে।

আরও খবর:আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার-শুনানি। নেওয়া হচ্ছে অভিযুক্ত ও অভিযোগকারীদের বয়ান। আজ ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্জন বাগচী, চয়ন ভট্টাচার্য, সৌরভ মাজি, সাবির আহমেদদের। শুনানি চলাকালীন ফের উত্তেজনা, উঠল স্লোগান। 

আরও খবর:আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। পূর্ব বর্ধমানের আউশগ্রামে শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার। আদিবাসী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম শেখ রহমতুল্লাহ। এর আগেও ওই মহিলাকে উত্যক্ত করার অভিযোগ ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। 

আরওখবর:আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের পথ দখলের ডাক। রাত দখল, ভোর দখল, মশাল মিছিলের পর ফের পথ দখলের ডাক। ১ অক্টোবর, মঙ্গলবার: বিকেল ৫টায় ৫৫টি সংগঠনের মিছিল। ২ অক্টোবর, মহালয়ার দিন, দুপুর ১টায় মহামিছিলের ডাক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram