Chat Show (Seg-2):মধ্যবিত্তের পকেটে টান, রান্নার গ্যাস ছাড়াল হাজার টাকা।Bangla News
Continues below advertisement
কলকাতায় হাজারের গণ্ডি পার করল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ৪৪৫ টাকা ৫০ পয়সা। পাঁচ রাজ্যে ভোট মিটতেই লাগাতার বেশ কিছুদিন দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। হালে কিছু দিন জ্বালানির দর এক জায়গায় থমকে ছিল। এরই মধ্যে হাজার পার করল রান্নার গ্যাসের দাম। ফলে সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান।
হাজার পেরোল রান্নার গ্যাসের দাম, কেন্দ্রকে নিশানা মমতার। “জ্বালানি তেল, এলপিজির দাম বাড়িয়ে আর দেশবাসীকে যন্ত্রণা দেবেন না। অবিলম্বে দেশবাসীকে কষ্ট দেওয়া বন্ধ করুন”। গ্রেট ইন্ডিয়া লুঠ, ট্যুইটে মোদি সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পেট্রোল-ডিজেল থেকে রান্নার গ্যাস। লাগামছাড়া মৃল্যবৃদ্ধির প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। কালীঘাটে অভিনব প্রতিবাদ।
Continues below advertisement
Tags :
ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ News Gas Cylinder Price LPG Gas Price LPG Cylinder Price এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Gas Cylinder Price Today May Month Lpg Gas Cylinder Price 2022 গ্যাসের দাম 2022 Lpg Price Today Today Lpg Gas Cylinder Price Ghurnijhor Update 2022 Hp Gas Price 06/05/2022 Aaj Ka Lpg Ka Bhav Lpg Rate Today Lpg Price Today Lpg Gas Ka Bhaw Bharat Gas Price Bharat Gas Price Today Gas Price Today Gas Ka Dam Gas News Today Hp Gas Price Gas Rate Today এবিপি আনন্দ