আগেই জামিন পাওয়া উচিত ছিল চিদম্বরমের, মন্তব্য তারুরের, ওঁর বিরুদ্ধে প্রমাণ আছে, বললেন গডকড়ী
Continues below advertisement
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি চিদম্বরমের। গ্রেফতার হওয়ার ১০৫ দিন পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন চিদম্বরম। জামিন দিলেও চিদম্বরমকে বেশ কিছু শর্তও দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি আর বানুমতী, এ এস বোপান্না ও হৃষিকেশ রায়ের বেঞ্চ। আপাতত চিদম্বরম দেশ ছাড়াতে পারবেন না। জামিনে ছাড়া পেয়ে সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। মামলা সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে কিংবা সংবাদমাধ্যমের কাছেও মুখ খুলতে পারবেন না চিদম্বরম। পাশাপাশি তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। গত একুশে অগাস্ট দিল্লির বাড়ি থেকে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। এরপর সিবিআইয়ের মামলায় তিনি জামিন পেলেও ইডি তাঁকে গ্রেফতার করে। চিদম্বরম জামিনের আবেদন জানালেও দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। অবশেষে মুক্ত হচ্ছে চিদম্বরম।
Continues below advertisement