এক ইঞ্চি জমিও ছাড় নয়, চিনের চোখে চোখ রেখে লড়াইয়ের প্রস্তুতি ভারতের, আকাশপথে চলছে টহলদারি
Continues below advertisement
গত এপ্রিল থেকে লাদাখে আগ্রাসনের পরিকল্পনা চিনের। উপগ্রহ চিত্রে স্পষ্ট হয়েছে চিনের ছক। গালওয়ান নদীর পাশে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে এখনও চিনা সেনার ক্যাম্প দেখা যাচ্ছে পূর্ব লাদাখে তৎপরতা বাড়িয়েছে বায়ুসেনা। গালওয়ান উপত্যাকায় ত্রিস্তরীয় বন্দোবস্ত করা হয়েছে ভারতের সেনাবাহিনীর তরফে। প্রথম ধাপে রাখা হয়েছে আইটিবিপিকে। পরের দুটি ধাপে রাখা হচ্ছে শিখ রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট এবং পঞ্জাব রেজিমেন্টকে।
Continues below advertisement
Tags :
India - China India China War Border India China Ladakh Indo-China Conflict ABP Live Abp Ananda