Bangladesh Violence: ভারত-বিদ্বেষের সুর বাংলাদেশের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের
ABP Ananda Live: যে কোনও দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মান ও সমতার। কোনও দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি তিক্ততার হবে, সেটা ভারতই ঠিক করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যেভাবে বিগত ১৬ বছর আওয়ামি লিগকে দল হিসেবে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। এবার ভারত-বিদ্বেষের সুর বাংলাদেশের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে খবর।
দেশের মাটিতে ক্রমাগত রক্তপাত, অশান্তি। আন্তর্জাতিক মহল থেকে চাপ। নোবেন শান্তি পুরস্কার বিজয়ীর নোবেল ফিরিয়ে নেওয়ার আর্জি, এতকিছুর পরও বাংলাদেশে নিভছে না ঘৃণার আগুন। হিন্দু নিপীড়ন চলছেই। চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার, তাঁর আইনজীবীকে মারধর, হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপককে প্রহার, হিন্দুদের ঘর-বাড়িতে আগুন, মন্দিরে ভাঙচুরের পর, এবার এক হিন্দু গৃহবধূর খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।
বৃহস্পতিবার খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের এক ঘনিষ্ঠের মা-কে। ভয়েজ অফ হিন্দুর পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে, ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। মাথা-সহ গোটা দেহে রয়েছে একাধিক কোপানোর চিহ্ন। চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। অভিযোগ, খুনের পর মৃতের গলা থেকে খুলে দেওয়া হয় তুলসীবীজের মালা। নিহত মহিলার নাম চুমকিরানি দাস। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি খাগড়াছড়ির সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক প্রান্ত দাসের মা।