Chopper Crash Ooty : কাল দার্জিলিঙে পৌঁছবে বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় মৃত সতপল রাইয়ের দেহ | Bangla News

Continues below advertisement

জম্মু-কাশ্মীরেও জেনারেল বিপিন রাওয়াতকে (Bipin Rawat) স্মরণ করল কাশ্মীরবাসী। অন্যদিকে দার্জিলিঙে আজ সতপল রাইয়ের দেহ আসছে না। আগামীকাল আসবে মরদেহ। সামাজিক কাজকর্মও করতেন সতপল। ১টার পর বাগডোগরা বিমানবন্দরে আসবে দেহ। তারপর তাঁর দার্জিলিঙের বাড়িতে আসবে দেহ। প্রথমে তাঁকে উপরের ঘরে নিয়ে যাওয়া হবে। তারপরে বাড়ির পাশে একটি জায়গাতে গান স্যালুটের মাধ্যমে সেনা অফিসাররা শেষকৃত্য সম্পন্ন করবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram