NEET UG: ২০ জুলাই NEET UG-র ফল ঘোষণার নির্দেশ সুপ্রিম কোর্টের। ABP Ananda live

Supreme Court Of India: ২০ জুলাই NEET UG-র ফল ঘোষণার নির্দেশ সুপ্রিম কোর্টের। শনিবার দুপুর ১২টার মধ্যে NTA-কে NEET UG-র ফল ঘোষণার নির্দেশ। 'পরীক্ষার পবিত্রতা নষ্টের যথার্থ প্রমাণ থাকলে তবেই ফের পরীক্ষা'। 'কেউ প্রশ্নফাঁস করে থাকলে তাঁর উদ্দেশ্য শুধু পরীক্ষা ব্যবস্থার বদনাম করা নয়'। 'অর্থ উপার্জনই ছিল আসল উদ্দেশ্য, এটা স্পষ্ট হয়ে গেছে'। NEET মামলার শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, হিংসা ছড়ানোর ধারা-সহ একাধিক অভিযোগে এফআইআর। জামিন চেয়ে 'প্রতারক' সাদ্দামকে সমাজসেবী বলে সওয়াল আইনজীবীর। থানায় নিয়মিত যাতায়াত ছিল পুলিশে হামলায় অভিযুক্ত সাদ্দাম সর্দারের? 'থানায় নিয়মিত যেত সাদ্দাম, সিসি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে'। সাদ্দামের জামিনের সওয়াল করে কোর্টে বিস্ফোরক দাবি আইনজীবীর। ১৫বছর ধরে প্রতারণার জাল, যোগাযোগ ছিল সাদ্দাম-পুলিশের? বাড়িতে সুড়ঙ্গ, পুলিশের উপর হামলায় অভিযুক্তেরই পুলিশি-ঘনিষ্ঠতা?আদালতে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি সাদ্দামেরই আইনজীবীর! ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola