Mamata Banerjee: আগামীকাল দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র চতুর্থ বৈঠক | ABP Ananda LIVE

Continues below advertisement

Mamata Banerjee Delhi tour: আগামীকাল দিল্লিতে (Delhi) বিরোধী জোট ইন্ডিয়া-র চতুর্থ বৈঠক। তার আগে আজ রাজধানীতে একগুচ্ছ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দুপুর আড়াইটেয় নতুন বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সংসদের শীতকালীন অধিবেশনে জাতীয় নির্বাচন কমিশনার বিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে মোদি সরকার। সেক্ষেত্রে সংসদে দলীয় রণকৌশল কী হবে, তার দিক নির্দেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিকেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। সন্ধেয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। আগামীকাল বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। স্মোককাণ্ডে বিরোধী জোটের আগামী রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা (Opposition Parties)। আলোচ্য সূচিতে থাকা উচিত আসন সমঝোতা, দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram