Rahul Gandhi: 'অপেক্ষা করছি, চা-বিস্কিট খাওয়াবো', কাদের বললেন রাহুল গাঁধী? ABP Ananda Live
Congress News: তাঁর বিরুদ্ধে অভিযান চালাতে ছক কষছে ED, সোশাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট রাহুল গান্ধীর । ২৯ জুলাই সংসদে চক্রব্যূহ সংক্রান্ত বক্তব্যের পরেই এই পরিকল্পনা করা হয়েছে, দাবি রাহুলের। ED-র ভিতরের লোকেরাই এই খবর তাঁকে দিয়েছে, সোশাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদের । অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, চা-বিস্কুট থাকবে তাঁর তরফ থেকে, মন্তব্য রাহুলের। জীবন ও স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহারের দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, এই জিএসসি মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে GST প্রত্যাহার না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস। বৃষ্টির জেরেই এই ধস বলে প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তপক্ষের। ধসের জেরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে ধীরগতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন ট্রেন ওই এলাকা থেকে ধীরগতিতিতে পাশ করানো হচ্ছে।