Rahul Gandhi News: মোদির জরুরি অবস্থার পাল্টা আক্রমণ রাহুলের, ঠিক কী বলেছেন তিনি?
কংগ্রেসকে নিশানা করতে ফের মোদির হাতিয়ার ৫০ বছর আগের জরুরি অবস্থা। ভারতের এই নতুন প্রজন্ম এটা কোনও দিন ভুলবে না, যে ভারতের সংবিধানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছিল, মন্তব্য় করেন নরেন্দ্র মোদি। মোদি ও তাঁর সরকারের সংবিধানের ওপর আক্রমণ আমরা কিছুতেই মেনে নেব না, পাল্টা মন্তব্য় রাহুল গান্ধীর।
নরেন্দ্র মোদি যখন পঞ্চাশ বছর আগের, ইন্দিরা গাঁধীর সিদ্ধান্তকে হাতিয়ার করে সরব হয়েছেন, তখন গুনে গুনে তৃতীয় মোদি সরকারের প্রথম পনেরো দিনের ঘটনাবলী তুলে ধরে আক্রমণ শানিয়েছেন রাহুল গাঁধী। এক্স হ্য়ান্ডলে রায়বরেলির কংগ্রেস সাংসদ লিখেছেন---NDA-র প্রথম ১৫ দিন। এক. ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুই. কাশ্মীরে জঙ্গি-হামলা। তিন. ট্রেনে যাত্রীদের দুর্দশা। চার. NEET কেলেঙ্কারি। পাঁচ. NEET PG বাতিল। ছয়. UGC NET-এর প্রশ্নপত্র ফাঁস। সাত. আরও দামি দুধ, ডাল, গ্যাস, তেল। আট. আগুনে জ্বলছে বনভূমি। নয়. জল সঙ্কট। দশ. হিটওয়েভে মৃত্য়ু। এক্স-হ্য়ান্ডলে রাহুল গাঁধী আরও লিখেছেন, মানসিকভাবে ব্য়াকফুটে থাকা নরেন্দ্র মোদি, নিজের সরকার বাঁচাতে ব্য়স্ত। নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের সংবিধানের ওপর এই আক্রমণ আমরা কিছুতেই মেনে নেব না। ভারতের শক্তিশালী বিরোধী-জোট তাদের চাপ বজায় রাখবে। জনগণের আওয়াজ তুলবে এবং জবাব না দিলে প্রধানমন্ত্রীকে ছাড়া হবে না।