Coochbehar: কোচবিহারে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু, উদ্ধার ১২ পাতার সুইসাইড নোট | Bangla News

Continues below advertisement

ধনেখালির পর এবার কোচবিহারের এক পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। হেডফোনের তার দিয়ে পিছমোড়া করে হাত বাঁধা। ঘরের সিলিং থেকে কলেজ শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ। স্ত্রী-ছেলেকে খুন করে আত্মঘাতী কলেজ শিক্ষক। সম্ভবত ২ দিন আগে স্ত্রী-ছেলেকে খুন করে গতকাল আত্মঘাতী। কীভাবে খুন করে আত্মহত্যা? সুইসাইড নোটে বিবরণ। ১২ পাতার সুইসাইড নোটে মিলেছে পুরো ঘটনার বিবরণ। প্রাথমিক তদন্তে স্ত্রী-ছেলেকে খুন করে আত্মহত্যার অনুমান পুলিশের। ব্রজেন্দ্রনাথ শীল কলেজের বাংলার শিক্ষক উৎপল বর্মণ। দেনার দায়ে স্ত্রী, ৮ বছরের ছেলেকে খুন করে আত্মহত্যার অনুমান। খাটের উপরে স্ত্রী-ছেলের মৃতদেহ, গলায় দাগ। মোবাইল ফোনের চার্জারের তার জড়িয়ে খুনের অভিযোগ।

এসএসসি-তে (SSC) নিয়োগ নিয়ে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী বনাম বর্তমান শিক্ষামন্ত্রী। "বিষয়টা দেখছি, তখন আমি দায়িত্বে ছিলামও না। এটা ২০১৬-র বিষয়। এত বড় দফতর, এখনও খোঁজ নেওয়া হয়নি। নিশ্চয় কিছু সমস্যা ছিল। অতীতে কী হয়েছে ভেবে লাভ নেই।" "ব্যক্তির নয়, বিষয়টি সরকারের, কমিশন তো স্বশাসিত সংস্থা। যখন এসেছিলাম তখন কয়েক হাজার কেস ছিল। ধাপে ধাপে মিটেছে।" বর্তমান শিক্ষামন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে পাল্টা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram