Coochbehar: দেনার দায়ে স্ত্রী, ৮ বছরের ছেলেকে খুন করে আত্মহত্যা কলেজ শিক্ষকের ? | Bangla News

Continues below advertisement

ধনেখালির পর এবার কোচবিহারের এক পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। হেডফোনের তার দিয়ে পিছমোড়া করে হাত বাঁধা। ঘরের সিলিং থেকে উদ্ধার কলেজ শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ। "স্ত্রী-ছেলেকে খুন করে আত্মঘাতী কলেজ শিক্ষক। সম্ভবত ২ দিন আগে স্ত্রী-ছেলেকে খুন করে গতকাল আত্মঘাতী।" কীভাবে খুন করে আত্মহত্যা ? সুইসাইড নোটে দেওয়া হয়েছে বিবরণ। ১২ পাতার সুইসাইড নোটে মিলেছে পুরো ঘটনার বিবরণ। প্রাথমিক তদন্তে স্ত্রী-ছেলেকে খুন করে আত্মহত্যার অনুমান পুলিশের। ব্রজেন্দ্রনাথ শীল কলেজের বাংলার শিক্ষক উৎপল বর্মন। দেনার দায়ে স্ত্রী, ৮ বছরের ছেলেকে খুন করে আত্মহত্যার অনুমান। খাটের উপরে স্ত্রী-ছেলের মৃতদেহ, গলায় দাগ। মোবাইল ফোনের চার্জারের তার জড়িয়ে খুনের অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram