উদ্বেগজনক: বিশ্বে একদিনে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৬ লক্ষ

Continues below advertisement
বিশ্বে করোনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়ছে।  এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ছাড়িয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৯ জনের। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬ হাজার ২৬১। ফলে দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ ৯৭ হাজার ৩৫৪। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ৫৮৭। বৃহস্পতি থেকে শনি, এই তিনদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮০ হাজারের বেশি। শুক্রবার সংখ্যাটা ছিল ২ লক্ষ ৭৯ হাজারের বেশি। সে জায়গায় শনিবার সংখ্যাটা হল ২ লক্ষ ৭৭ হাজার ৫৮৭।
তবে গোটা বিশ্বে দৈনিক আক্রান্তের সংখ্যার প্রায় ৪৫ শতাংশই আমেরিকা ও ব্রাজিলের।
আমেরিকায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৬০ জন। ব্রাজিলে একদিনে আক্রান্ত হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ।
আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ৫৬ হাজার ২৩২। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ৬২ হাজার ৪৮৫। আমেরিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ২৬৮ জনের। ব্রাজিলে মৃতের সংখ্যা ৯২ হাজার ৪৭৫।
এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লক্ষ ৮ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৬৫৮ জন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram