Corona New Variant: তিন দেশে করোনার নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ, জরুরি বৈঠকে হু | Bangla News

Continues below advertisement

আশঙ্কা বাড়িয়ে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকংয়ে মিলল করোনা ভাইরাসের (Coronavirus)নতুন ভ্যারিয়েন্ট। ভাইরোলজির পরিভাষায় যার নাম B.1.1.529। ৩০ বারেরও বেশি স্পাইক প্রোটিন বদলে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তিনটি দেশে আক্রান্তের সংখ্যাবৃদ্ধির খবর মিলতেই আজ বিশেষ বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। যদিও করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি নিয়ে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল প্রধান মারিয়া ভান কেরখোভ। এর প্রেক্ষিতে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকং, এই তিনটি দেশকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে, সেখান থেকে আসা যাত্রীদের ওপর নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার ৬টি দেশে উড়ান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে ব্রিটেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram