করোনা : বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ লক্ষেরও বেশি, লাতিন আমেরিকায় আরও বাড়ছে সংক্রমণ

Continues below advertisement
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ১০৫ জনের। আক্রান্তের সংখ্যা ৯৪ লক্ষ ৫ হাজার ৭১। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৭ লক্ষ ২১ হাজার ৫৫৭।

বিশ্বে সংক্রমিত ও মৃত্যুর নিরিখে শীর্ষে আমেরিকা। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২১ হাজার ৯৬৫ জনের। আক্রান্ত ২৩ লক্ষ ৭৮ হাজার ৬৪৮। মৃত্যু ও সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে ব্রাজিল। মোট মৃত্যু ৫৩ হাজার ৮৩০। আক্রান্ত ১১ লক্ষ ৮৮ হাজার ৬৪৮। ব্রিটেনে মৃত ৪৩ হাজার ১৬৫। সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮ হাজার ৩৩৬ জন।

এই মুহূর্তে লাতিন আমেরিকায় সংক্রমণ বাড়ছে হু হু করে। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম সাতটি দেশের মধ্যে তিনটি এই মহাদেশের। পেরুতে আক্রান্ত ২ লক্ষ ৬৪ হাজার, চিলিতে আক্রান্ত ২ লক্ষ ৫৪ হাজার। শুধু দক্ষিণ আমেরিকায় আক্রান্ত আঠারো লক্ষ।

ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৬৪৪। মোট আক্রান্ত ২ লক্ষ ৩৯ হাজার ৪১০। ফ্রান্সে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭২০ জনের। আক্রান্ত ১ লক্ষ ৯৭ হাজার ৮৮৫। স্পেনে মৃত ২৮ হাজার ৩২৭। সংক্রমিত ২ লক্ষ ৪৭ হাজার ৮৬ জন। মেক্সিকোয় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩২৪ জনের। আক্রান্ত ১ লক্ষ ৯১ হাজার ৪১০। রাশিয়ায় আক্রান্ত ৬ লক্ষ ৬ হাজার ৪৩ জন। মৃত ৮ হাজার ৫০৩|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram